॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মিথ্যা তথ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সেজে সুবিধা নেয়ার চেষ্টা, বিগত ১৬ বছরে এলাকার কয়েক শ’ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী ও এলাকা ছাড়া করা প্রতিবাদে হাতকাটা ভুয়া মুক্তিযোদ্ধা জামালের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ির আমবাগান এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বেলছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোফাজ্জল হোসেন, মিজানুর রহমান,ইয়াসিন আরাফাতসহ ক্ষতিগ্রস্থরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ার বিগত ১৬ বছরে হাতকাটা জামাল মিয়া আব্দুর রহমান জামাল নাম ধারন করে মুক্তিযোদ্ধা সেজে এলাকার শত শত মানুষকে মামলা দিয়ে হয়রানী, বাড়ীঘর-জায়গা জমি দখল করেছে। ৫আগষ্টের পরিবর্তীত পরিস্থিতিতে ঢাকায় হাসপাতালে ভতি হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছে বলে দাবী করছে। একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় তার ছবি দিয়ে প্রকাশিত প্রথম মুক্তিযুদ্ধে হাত হারিয়েছে ২৪ এর মুক্তিযুদ্ধে গুলি ও কোপ খেয়েছি দাবী করার সংবাদের প্রতিবাদও জানান মানববন্ধনকারীরা। মিথ্যা তথ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সেজে সুবিধা নেয়ার চেষ্টা ও নতুন চক্রান্ত বলে দাবী করেন।