রাঙ্গামাটিতে পরিবেশ নিয়ে কাজ করার জন্য অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন

40

॥ বিশেষ সংবাদদাতা ॥
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাঙ্গামাটিতে পরিবেশ সুরক্ষা এবং দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটির উদ্যোগে প্যাকটা প্রকল্পের অধীনে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটিতে পরিবেশ নিয়ে কাজ করার জন্য অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।
বাবুল মারমাকে সমন্বয়কারী এবং রহিমা আক্তার ও হেকমত আলীকে সহ সমন্বয়কারী করে সর্বমোট ষোল সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: খাইরুল আমিন, মো: সাইমুন ইসলাম, আকাশ চাকমা, অর্কিড চাকমা, মো: এমদাদুল ইসলাম, মো: আব্দুল্লাহ আল মামুন, ডাইনা চাকমা, মো: এইচ.এম. মো: রেজাউল করিম, মো: আব্দুর রহিম, মো: উমর হাছান, মেমাচিং মং, মো: রবিউল ইসলাম ও শ্রেষ্ঠী চাকমা। এই কমিটি রাঙ্গামাটিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, কাপ্তাই লেকের দুষণরোধ, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচীসহ নানান বিষয়ে কাজ করবে।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, পরিবেশ সুরক্ষায় কাজ করার জন্য এটা একটা দারুণ প্লাটফর্ম, এবং সুনাগরিক হিসেবে সমাজের জন্য কাজ করার বিশাল সুযোগ। কমিটির সদস্যরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
টিআইবি’র ইন্টার্ন মো: ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। এছাড়া সভায় সনাক সহ সভাপতি সাগরিকা রোয়াজা, সনাক সদস্য দয়াল কান্তি চাকমা, অঞ্জুলিকা খীসা, রেজাউর রশীদ পাপ্পু, অমলেন্দু হাওলাদার এবং সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক মোহাম্মদ আলী। সভায় এসিজি, ইয়েস এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।