খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গন পিটুনীতে এক যুবক নিহত

40

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খাগড়াছড়ি পৌর সভার ৬নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো: মামুন (৩০)। সে খাগড়াছড়ি সদরের শালবন মধ্য পাড়ার বাসিন্দা মৃত: নূর নবীর ছেলে।
এলাকাবাসীরা জানায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে স্থানীয় এক ব্যাক্তির মোটরসাইকেল চুরিতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়লে গণপিটুনির শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পীর বক্তব্যের জন্য মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। তবে গণপিটুনির বিষয়টি জানা নেই বলে তিনি জানান।