॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জাতিসত্তার স্বীকৃতিসহ ৮ দফা দাবি পূরণের দাবিতে খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করে। পদযাত্রা ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে।
সমাবেশে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি বিকাশ চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিকাশ ত্রিপুরা, মংসাই মারমা ও রিপুল চাকমা, প্রণয় চাকমা,কৃপায়ন ত্রিপুরা ও ফুটন্ত চাকমাসহ আরও অনেকে।
বিক্ষোভ সমাবেশ থেকে রাষ্ট্র সংস্কারে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার অধিকার সাংবিধানিক ভাবে নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে অর্ন্তর্বতী সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পাহাড়ে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে করণীয় নির্ধারণে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়।৮ দফা দাবিনামার মধ্যে রয়েছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান, পাহাড়ে ১৯০০ সালের রেগুলেশন বহাল রাখা, পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন, চুক্তি অনুযায়ী ভোটার তালিকা করে পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করা, সরকারি চাকুরীর ক্ষেত্রে ১ম ও ২য় শ্রেণীর চাকুরীতে আদিবাসীদের জন্য পূর্বের ন্যায় ৫% কোটা পুনবহাল করা, আদিবাসীদের নিজস্ব ভাষা ও বর্ণমালায় মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করা অন্যতম।
বিক্ষোভ মিছিল শেষে চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার সংবিধান সংশোধন করে আদিবাসীদের অমর্যাদাকর ক্ষুদ্র নৃগোষ্ঠি হিসেবে আখ্যায়িত করেছে। এখন স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। অথচ পাহাড়ে এখনো স্বৈরাচারী শাসন অব্যাহত রয়েছে।