থানচি কলেজের ৮ম ব্যাচ নবীন শিক্ষার্থীদের নবীন বরণঃ থানচি কলেজকে জাতীয়করণের আহবান

57

॥ থানচি প্রতিনিধি ॥
হে নবীন এসো আলোর মিছিলে প্রতিপাদ্যের বান্দরবানের থানচি উপজেলাবাসীদের শিক্ষা আলো জালাতে এক মাত্র ভরশা স্থল থানচি কলেজ এর ৮ম ব্যাচ নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ আয়োজনের বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মংবোওয়াংচিং মারমা অনুপম, বাংলার শিক্ষক আবুল হাসেম, সমাজ কল্যাণ শিক্ষক লিটন ত্রিপুরাসহ কলেজের শিক্ষকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বান্দরবান জেলায় উচ্চ শিক্ষায় উন্নয়নের সব চেয়ে পিছিয়ে থাকা উপজেলা হলো থানচি। ভৌগোলিক ও জনসংখ্যা অনুপাঠের ছোট অঞ্চল হলে ও আয়তনের বিশালকার পর্যটন কেন্দ্রিক অঞ্চলের অধিবাসী পাহাড়ীদের দরিদ্রতা সীমা নিচে বসবাস করার কারনে ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ের উচ্চতর শিক্ষা থেকে বারনবার পিছিয়ে রয়েছে সুতারাং অত্র কলেজকে জাতীয় করন করার অতীব জরুরী হওয়া বর্তমান সরকারের নিকট জাতীয় করনে জোর দাবী জানানো হয়।
শেষে কলেজের একাদশ শ্রেনিতে শতাধিক শিক্ষার্থীকে অতিথি সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম পক্ষ থেকে সকলকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার প্রদান করেন। উৎসবের শতাধিক শিক্ষার্থী স্বতস্ফুর্ত অংশ নেন।