রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী পালন

50

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৩য় দিনের মতো ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী পালন ও জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়েছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক বিভিন্ন গানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি ও তানভীর আহমেদ, ৩য় ব্যাচের পুষ্পিতা দাশ। অবস্থান কর্মসূচীতে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, গত এক দশক ধরে অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম পরিচালিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। যে কারণে শ্রেণী কার্যক্রম পরিচালনায় সংকট সৃষ্টি, ব্যবহারিক কার্যক্রমে সুযোগের অভাব, শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যা ভোগ করতে হচ্ছে। সকল বৈষম্য দূর করে অনতিবিলম্বে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রমে গতিশীলতা আনতে দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, যতদিন ক্যাম্পাসের কাজ শুরুর দৃশ্যমান কোনও কার্যক্রম চোখে পড়বে না ততদিন ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
পরে শিক্ষার্থীরা রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি পুরণে আশ্বস্থ করেন।