আর্থিক অস্বচ্ছল দরিদ্র জনগোষ্ঠীরা আইনগত সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে-অরুন পাল

81

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
উন্নয়ন সহযোগী একশন এইড বাংলাদেশ ও ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় বান্দরবানে বিএনকেএস ও ব্লাস্ট এর আয়োজনে বান্দরবান জজ কোর্ট হলরুমে প্রান্তিক পর্যায়ে সিএসওদের আইনগত সহায়তা প্রদান করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা র্জজ (ভারপ্রাপ্ত) অরুন পাল। সভায় অন্যান্যদের মধ্যে মো: নুরু মিয়া, বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ, রোকেয়া আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বাসিংথোয়াই, প্যানেল আইনজীবি কৌশিক দত্ত, প্যানেল আইনজীবি উম্যাসিং মারমা, ব্ল্যাস্টের প্রতিনিধি এ্যাডভোকেট রবিউল হোসেন মজুমদার, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, কর্মসূচি পরিচালক পেশল চাকমা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা র্জজ অরুন পাল বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অনুসারের আর্থিকভাবে অস্বচ্ছল দরিদ্র জনগোষ্ঠীরা আইনগত সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে। সেক্ষেত্রে বান্দরবান পার্বত্য জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও বিশেষ করে সিভিল সোসাইটিস সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে আইনী সহায়তা প্রদান বিষয় সচেতন বাড়ানো সুযোগ তৈরি হবে বলে জানান। তিনি আশা প্রকাশ করেন জেলার প্রত্যন্ত অঞ্চলের জেলা লিগ্যাল এইড কমিটির ও এনজিওদের সমন্বয়ে প্রচারণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সকল বিচার প্রার্থীদের হয়রানিমুক্ত আইনগত সহায়তা গ্রহণের সকল পযার্য়ে পৌঁেছ দেয়ার জন্য অনুরোধ করেন।