রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির মৃত সদসদের পরিবারের মাঝে মৃত্যু তহবিলের অর্থ প্রদান

50

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির মৃত সদসদের পরিবার এবং দূর্ঘটনাজণিত চিকিৎসা, মেয়ের বিয়ে, ছেলে-মেয়ে পরীক্ষার জন্য মৃত্যু তহবিল থেকে নগদ অর্থ প্রদান এবং বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি চেম্বার অব কর্মাস হল রুমে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাঙ্গামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যান সমিতির সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোতাসেম বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক, রাঙ্গামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যান সমিতির উপদেষ্টা প্রবীন সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এড মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম প্রমূখ।
আলোচনা সভা শেষে সমিতির মৃত সদস্য, মেয়ের বিয়ের, পড়ালেখা ও দূর্ঘটনা জণিত চিকিৎসা জন্য নগদ ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়া বন্যাদূর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।