রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

37

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন রাঙ্গামাটি জেলা বিএনপি। রাঙ্গামাটি জেলার বন্যা দুর্গত উপজেলাগুলোতে বিএনপি নেতৃবৃন্দ গতকাল থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে।
শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটির উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এ সময় রাঙ্গামাটি জেলায় বিএনপি সহ সভাপতি মোঃ বাবুল, জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ ও মোমবাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।