॥ লক্ষীছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬০টি অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদ অটোরিয়ামে শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১০টায় ত্রাণ বিতরণ করা করা হয়।
ত্রাণ হিসাবে পরিবার গুলোর মধ্যে চাউল, ডাল, তৈল, ময়দা ও শুকনো খাবারসহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, চলমান ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহবান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, যুব রেড ক্রিসেন্ট ইউনিটসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।