॥ বিশেষ প্রতিবেদক ॥
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোট পুনর্বহালসহ কয়েকটি দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে পাহাড়ী সাধারণ শিক্ষার্থী ও জনতা।
শুক্রবার (১৬ আগষ্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি (আদিবাসী) ছাত্র সমাজের ব্যানারে রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে তিন পার্বত্য জেলার বেশ কয়েকটি স্থানে অঙ্কিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে এবং অনেক স্থানে অঙ্কনে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা।
বক্তারা আরও বলেন, সংবিধান আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে নয় ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল, পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ, উন্নয়ন ও পর্যটনের নামে পাহাড়িদের উচ্ছেদ বন্ধ করা, জেলা পরিষদের নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।