বরইছড়ি-ঘাগড়া সড়কের উপর ধসঃ যে কোন মুহুর্তে যান চলাচল বন্ধ হবার উপক্রম

53

॥ কাজী মোশররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সদর বরইছড়ি থেকে ঘাগড়া পর্যন্ত সড়কের মাঝখানে ১৩ আগষ্ট হঠাৎ বড় আকারের ধস সৃষ্টি হয়েছে। এই গর্ত সৃষ্টির ফলে সড়কের একপাশ থেকে মাটি সরে গেছে। বৃষ্টিপাতের কারণে আস্তে আস্তে সড়কের নীচ থেকেও মাটি সরে যাচ্ছে। এর ফলে সড়কের প্রায় অর্ধেক অংশে সকল প্রকার যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। মোটর সাইকেল সিএনজিরমত ছোট যানবাহন কোনমতে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বাস, ট্রাক ইত্যাদি বড় আকারের যানবাহন ভাঙ্গন কবলিত সড়কের উপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বলে জানা গেছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সড়কের কুকিমারা নামক স্থানে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়কের উপর বিশাল একটি গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের একপাশে খাড়া পাহাড় এবং আরেক পাশে গভীর খাদ। চলমান যানবাহনের কম্পনে এবং বৃষ্টির ফলে সড়কের নিচ থেকে অনবরত মাটি সরে যাচ্ছে এবং প্রতিনিয়ত গর্তটি বড় আকার ধারণ করছে।
ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের ছাত্র সুমন তনচংগ্যা জানান, এই গর্তের কাছ দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতেও এখন আমরা ভয় পাচ্ছি। সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে সুমন জানান। অথচ এই ঝুঁকিপূর্ণ সড়কের উপর দিয়েই যান বাহন চলাচল করছে। বান্দরবান-রাঙ্গামাটি যাত্রীবাহি বাস চালক ফজল মিয়া জানান, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়িতে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বরইছড়ি ঘাগড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্তসৃষ্টির কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে রাঙ্গামাটি, বন্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হতে পারে। তিনি দ্রুত সড়কটি সংস্থার করার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরইছড়ি ঘাগড়া সড়কের উপর গর্ত সৃষ্টির বিষয়টি অবগত আছেন বলে জানান। তিনি বলেন, গত ১২ আগষ্ট প্রায় সারাদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির কারণে সড়কের উপর গর্ত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সর্বস্তরের যানবাহন চালক এবং জনসাধারণকে সতর্ক করতে আপাতত সড়কের উপর লাল পতাকা টাঙ্গিয়ে রাখা হয়েছে। যাতে করে সবাই সতর্কতার সাথে এই সড়কের উপর দিয়ে চলাচল করেন। এবং দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে ঝুঁকিমুক্ত রাখার জন্য প্রয়োজননীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।