কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস ও হাঁসের শেড বিতরণ

69

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় অবস্থিত সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায়দের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ব্যাটালিয়নের আওতাধীন বরাদম আর্মি পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসকারি হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। একই সাথে হাঁস লালন পালন করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে হাঁসের শেড-ও তৈরি করে দেওয়া হয়।
১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে হাঁস বিতরণ করেন এবং হাঁসের শেড প্রদান করেন।
এসময় লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল বলেন, দরিদ্র পরিবারগুলো যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় হাঁস বিতরণ এবং হাঁস লালন পালন করার জন্য শেড নির্মাণ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক হাঁস ও হাঁসের শেড পেয়ে বরাদম এলাকার দরিদ্র ও অসহায় পরিবার গুলো সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, আমরা কাপ্তাই লেক তীরবর্তী এলাকায় বসবাস করছি। ঘরের পাশেই কাপ্তাই লেক থাকায় হাঁস লালন পালন করতে আমাদের অনেক সুবিধা হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য হাঁস প্রদান করায় দরিদ্র পরিবার গুলো ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।