॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের সভাকক্ষে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. নবাব আলীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা।
এসময় বান্দরবানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিসহ মোট ৫২ জন কে বিভিন্ন অংকে ১ লক্ষ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।