আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

42

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি সাথে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
বুধবার (১৪ আগস্ট) সকালে চন্দ্রঘোনা থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা মতবিনিময় করলাম।
এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, কাপ্তাই থানার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে। এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
মতবিনিময় সভায় রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, চিৎমরম মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক ডা: রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, রাইখালী শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, বাঙ্গালহালিয়া আবাসিক শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্তসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।