॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৬ষ্ঠতম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। অন্যদিকে উপজেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নানান সমস্যা কারণে ভাইস চেয়ারম্যানদের নির্বাচন স্থাগিত স্থাগিত করা হয়।
নির্বাচন আইন অনুযায়ী নির্বাচিত ব্যাক্তিকে ৩০ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণ করতে হবে মর্মে মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যান চহ্লামং মারমাকে নিয়ে একক ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানের চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কর্মরত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) শাহীনা সুলতানা পরিচালনায় ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চহ্লামং মারমাকে শপথ বাক্যপাঠ করিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমাসহ আরো অনেকে।