দেশ সেরা সহকারি শিক্ষা অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে কাপ্তাইয়ে সংবর্ধনা

31

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার (প্রাথমিক) এটিও আশীষ কুমার আচার্য্য দেশ সেরা এটিও নির্বাচিত হয়েছেন। গত ২৭ জুন রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার (এটিও) আশীষ কুমার আচার্য্যরে হাতে ক্রেষ্ট তুলে দেন।
আশীষ কুমার আচার্য্য দেশ সেরা এটিও নির্বাচিত হওয়ায় সোমবার (১৫ জুলাই) কাপ্তাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার ইকরাম উল্ল্যাহ চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আঁখি তালুকদার এবং সংবর্ধিত অতিথি আশীষ কুমার আচার্য্য। সহকারি শিক্ষক উশেইনু মারমা এবং শ্যামল দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ।
সংবর্ধিত অতিথি আশীষ কুমার আচার্য্যরে হাতে ক্রেষ্ট তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল বলেন, শিক্ষার প্রসারে ভূমিকা রাখা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন, বিদ্যালয় আঙ্গীনায় বনায়ন, প্রতিটি স্কুল পরিদর্শন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সৌহার্দ্যতা বজায়রাখাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের জন্য আশীষ কুমার আচার্য্য দেশ সেরা এটিও নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেছেন। এই সম্মান তিনি নিজে যেমন পেয়েছেন তেমনি কাপ্তাই উপজেলাসহ সমগ্র রাঙ্গামাটি জেলার প্রাথমিক শিক্ষা পরিবারকে সম্মানিত করেছেন। ভবিষ্যতে কাপ্তাই উপজেলার একজন প্রধান শিক্ষক দেশ সেরা হবেন বলেও তিনি প্রত্যাশা করেন। পরে ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিান পরিবেশশিত হয়।