॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সারাদেশে সরকারি চাকরীতে কোটা বিরোধীদের আন্দোলনে হামলার ঘটনার প্রতিবাদে ও কোটা সংস্কারের একদফা দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান বক্তব্যে অবিলম্বে সরকারি চাকরীতে কোটা সংস্কার করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান।
শিক্ষার্থীদের বিক্ষোভের নেতৃত্ব দেন মাটিরাঙা ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।