॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলার রায়ে চট্টগ্রাম শহরের আসাদগঞ্জ বানিজ্যিক এলাকার এম কে বাঘাবাড়ি ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাঙ্গামাটি বিশুদ্ধ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন বলে জানান, কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য বিভাগের স্যানিটরি ইন্সপেক্টর মো: ইলিয়াস।
তিনি এই প্রতিবেদককে জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান রোজি স্টোরে খাদ্যের মান যাচাই করতে গিয়ে আমি এম কে বাঘাবাড়ির ঘি এর মান নিয়ে সন্দেহ করে ঘি টি জব্দ করি এবং পরের দিন ২৪ নভেম্বর জব্দকৃত ঘি টি মান যাচাই এর জন্য ঢাকা “আই পি এইচ ল্যাবে” প্রেরণ করি। পরবর্তীতে ল্যাবের রিপোর্ট মান সম্পন্ন নয়, আসলে কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে উৎপাদনকারীর বিরুদ্ধে ২২/১/২০২০ সালে রাঙ্গামাটি বিশুদ্ধ আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ২৬ ধারায় মামলা দায়ের করি।
মামলা দায়ের করার দীর্ঘ ৪ বছর ৬ মাস পর মঙ্গলবার (১৬ জুলাই) মামলার রায়ে উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।