রাঙ্গামাটির আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাই পেশাদারিত্বের সাথে কাজ করুন-পুলিশ সুপার মীর আবু তৌহিদ

43

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলায় আইন-শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং মানুষের কল্যাণে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। তিনি বলেন, আমরা রাঙ্গামাটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তথা রাঙ্গামাটি জেলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য পুলিশ সদস্যসহ সবাই এক সাথে কাজ করবো। আমরা চাই এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন।
সোমবার (১৫ জুলাই) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরানের সঞ্চালনায় রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরাধ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।