বান্দরবানে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

16

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে ১৫ জুলাই (সোমবার) সকাল থেকে বান্দরবান বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা চলে। এই উপলক্ষে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
দুপুর ৩টায় বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির থেকে রথ টেনে পূর্ণাথীরা বান্দরবান সদরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিয়ে আসে। এসময় শতশত ভক্তরা জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে শ্লোগান দেয় এবং রথের রশি টেনে পূর্ণ্যর অংশীদার হতে রথ টানায় অংশ নেয়।