রোয়াংছড়িতে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করলেন ড. এফ দীপঙ্কর মহাথের

55

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রধান ভান্তে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
শনিবার (১৩ জুলাই) জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপির বান্দরবান সদরস্থ কালাঘাটার নিকটবর্তী আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) উক্ত বিহারের সিলিং এর সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি।
তবে তার মত একজন উচ্চ শিক্ষিত ভান্তে এভাবে আত্মহত্যা করবেন বিষয়টি তার ভক্তদের অনেকেই মানতে পারছেন না। উল্লেখ্য, ড. এফ দীপঙ্কর ভান্তে পাহাড়ে জেএসএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ধরণের একটা খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। হয়তো তারা এতোক্ষণে পৌঁছে গিয়েছেন। কিন্তু অকুস্থলে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ধুতরাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার শিষ্য ও ভক্তদের অনেকেই এই ঘটনাকে আত্মহত্যা নাকি হত্যা তার প্রকৃত কারণ দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে।