বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের কমিটি গঠন ও আলোচনা সভা

39

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের ত্রিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা শুক্রবার (১২ জুলাই) জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনে অনুষ্ঠিত হয়।
সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ। সভায় বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, বিমল দেব, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম ধর, আশীষ আইচ, শংকর দাশ, সুজিত কর টিপু, দীপক দাশ, মিল্টন চৌধুরী, প্রিয়লাল দত্ত, বিশ্বনাথ চৌধুরী, অঞ্জন দাশ, অমর নাথ চৌধুরী টিকলু, শ্যামল বিশ্বাস, রিটন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন কান্তি দে সহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামের বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দ্বিতীয় অধিবেশনে বিমল কান্তি দেব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দীপক দাশ, কোষাধ্যক্ষ নির্বাচিত হন ইউপি সদস্য শিমুল দাশ।