পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

68

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম রেজুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙ্গামাটি চাকমা সার্কেলের হেডম্যান-কার্বারীসহ বসবাসরত সর্বস্তরের পাহাড়ী জনগণ।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন কার্যালয় চত্বর সামনে চাকমা সার্কেলের প্রথাগত প্রতিষ্ঠানের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, আদিবাসী ফোরামের নেতা প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙ্গামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, সিএইচটি হেডম্যান এসোসিয়শনের সাধারন সম্পাদক শান্তিবিজয় চাকমা প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, উচ্চতর আদালতের মাধ্যমে রাষ্ট্রের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে। এটি বাতিল করা হলে পার্বত্য চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী রীতি প্রথার প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি পাহাড়ে প্রচন্ড আশান্তি সৃষ্টি হবে। পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে তার ব্যাহত হবে ও পাহাড়ী জনগণের অনুভুতিতে আঘাত হানবে। তাই বক্তারা পার্বত্য চট্টগ্রাম রেজুলেশন ১৯০০ শাসনবিধি বাতিল করার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইন সংরক্ষণে সরকারের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।