বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বন্যায় কবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা প্রদান

82

॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বন্যায় কবলিত গরিব অসহায় ব্যাক্তিদের মাঝে ২ দিন ব্যাপী বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ আসাদুজ্জামান পিএসসি এর দিক নির্দেশনায় বুধবার (৩ জুলাই) ও বৃহস্পতিবার (৪ জুলাই) ৬ শতাধিক বন্যা কবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খিচুড়ি, ডিম, শুকনো খাবারসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
ত্রাণসমগ্রী বিতরণে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার টিএম খায়রুল বাশার এএমসি প্রয়োজনীয় দায়িত্ব পালন করেন। এতে সহযোগিতা করেন, ৫৪ বিজিবির সদস্যবৃন্দ।
ব্যাটালিয়ন কমান্ডার জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় জনস্বার্থে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও নিরাপত্তাদানের পাশাপাশি এই ধারা অব্যাহত থাকবে।
এদিকে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃহস্পতিবারের (৪ জুলাই) এর এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে শিজক কলেজের এইচ এস সি পরীক্ষা যথারীতি অনু্িষ্ঠত হবে।
বুধবার (৩ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসককে দেয়া এক চিঠিতে এ তথ্য জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
চিঠিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে শুধুমাত্র বৃহস্পতিবারের এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।