বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

68

॥ আব্দুল গফুর সুবেল, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে সোহা চাকমা (১২) মৃত্যু বরণ করেছে। বুধবার (৩ জুলাই) বিকাল আনুমানিক ৫টার দিকে এই ঘটনাটি ঘটে।
রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহা চাকমা বিটি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। পিতা-মোহনী চাকমা, মাতা- জোসনা চাকমা। বাড়ী-বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে। সোহা চাকমা স্কুল থেকে যাবার পর মা জোসনা বাইরে যায়। ঘরে এসে দেখে মেয়ে বাড়ীর পাশে বন্যার পানিতে ভাসছে। এসময় তাকে দ্রুত নদী থেকে উদ্ধার করা হলে এর আগেই তার মৃত্যু হয়।
এছাড়াও মঙ্গলবার (২ জুলাই) পৌরসভার নারিকেল বাগান এলাকায় পা পিছলে পানিতে তলিয়ে নিখোঁজ হয় ৭ম শ্রেনীর ছাত্র কৃতিত্ব চাকমা। নিহত কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।
নিখোঁজ হওয়ার পর ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বুধবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে প্রায় ৪০ ঘন্টার পর উক্ত ঘটনাস্থলে তার লাশ পাওয়া যায়।
৭ম শ্রেনীর ছাত্র কৃতিত্ব চাকমার লাশ উদ্ধার হওয়ার কথা শুনে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমাসহ বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির হোসেন নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।