রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নে উপ নির্বাচন ২৭ জুলাই, ভোট গ্রহন ইভিএমে

39

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৪,৫,৬নং সংরক্ষিত আসনের উপ-নির্বাচন অনুষ্টিত হবে আগামী ২৭ জুলাই। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে উক্ত আসনের গৌতমি খিয়াং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আসনটি শুন্য হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা অতিরিক্ত দায়িত্ব নির্বাচন অফিসার তানিয়া আকতার জানান, ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আপিল দায়ের ৬-৮ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহন শনিবার (২৭ জুলাই)। এবার ইভিএমের মাধ্যমে ভোটাররা নিজ নিজ ভোট প্রয়োগ করবেন।