বৈরী আবহাওয়ায় সাজেকে আটকে পড়া ৩ শতাধিক পর্যটককে ফিরিয়ে আনা হচ্ছে

69

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বৈরী আবহাওয়ায় রাঙ্গামাটি সাজেকে আটকে পড়া ৩শতাধিক পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছে। মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাত থেকে অতিবৃষ্টিতে বাঘাইহাট বাজারে পাহাড়ী ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে ৩শতাধিক পর্যটকসহ স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৩ জুলাই) দুপুরে সড়ক ও বেইলি ব্রিজ থেকে কিছুটা পানি নেমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আসা হচ্ছে। এসময় পর্যটকরা সাজেক থেকে পর্যটকবাহী এবং ব্যাক্তিগত গাড়িতে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।
সাজেকের এক রিসোর্টের স্বত্বাধিকারী বলেন, সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমতে শুরু করেছে। সাড়ে ১১টার দিকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। দীঘিনালা এলাকার কিছু অংশ নৌকায় পার হয়ে তারা খাগড়াছড়ি পৌঁছাবেন।
সাজেক জিপ মালিক সমিতি সাধারণ সম্পাদক অরুন কুমার দে বলেন, সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমে গেছে। ইতোমধ্যে পর্যটকরা খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা দিয়েছে।