বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙ্গামাটিতে জেলা বিএনপি’র সমাবেশ

46

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার অভাবে কোন ক্ষতি হলে এর জন্য সরকার দায়ী থাকবে বলে হুশিয়ারী দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, যতই জুলুম নির্যাতন করা হোক না কেন সরকারী বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবী আদায় করতে হবে। এর জন্য বিএনপি’র নেতাকর্মীরা রাজপথের আন্দোলনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ফয়সালা করতে হবে।
বুধবার (৩ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রাঙ্গমাটিতে জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রিয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে আসতে হবে। যতদিন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মিলবে না ততদিন রাজপথে আন্দোলন চালাতে হবে। বিভেদ ভুলে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।