কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টেউটিন ও চেক বিতরণ

46

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ বান্ডিল টেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে রবিবার (৩০ জুন) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির দপ্তর চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিকট এই টেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন।
এসময় উপজেলা পিআইও রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, ১১৯নং ওয়াগ্গা মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।