পাহাড়ে তামাক চাষ ছেড়ে ইক্ষু চাষে উদ্বুদ্ধ করতে সাড়ে ২২ হাজার চাষীকে প্রশিক্ষণ

74

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পার্বত্য চট্টগ্রামে কৃষির সাথে সম্পৃক্ত চাষীদের তামাক চাষের ক্ষতি থেকে মুক্ত করে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন পার্বত্য জেলার ২২ হাজার ৩৮০জন চাষীকে ইক্ষুচাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার করণ প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল চাষ ও গুড় উৎপাদনের গুরুত্ব নিয়ে দিনব্যাপী একসভায় একথা জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মাহবুবউল করিম।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য জেলা থেকে ক্ষতিকর তামাক দুরীকরণের মাধ্যমে ইক্ষু চাষসহ এর সাথে বিভিন্ন সাথী ফসল চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষিতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব। প্রাথমিকভাবে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে তামাক চাষ নিমূল করা সম্ভব হবে আর ইক্ষু চাষের মাধ্যমে চাষীরা অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে। এসময় তিনি পার্বত্য এলাকার মাটি, আবহাওয়া আর জলবায়ু ইক্ষু চাষের জন্য উপযোগী বলে মন্তব্য করে চাষীদের ইক্ষু চাষে মনোনিবেশ করার আহবান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মাহবুবউল করিম এর সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ এম, এম, শাহ্ নেয়াজ, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ আমিনুর রশিদ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদার করণ প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইক্ষু চাষী এবং গনমাধ্যমকর্মীরা।