রাঙ্গামাটির শিল্পীরা পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে দেশের বাইরে পৌঁছে দেবে-রেমলিয়ানা পাংখোয়া

26

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির শিল্পীরা দেশীয় সংস্কৃতির পাশাপাশি পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে দেশবাসী ও দেশের বাইরে পৌঁছে দেবে এমনটাই প্রত্যাশা করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমির আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলা যায়।
মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বুলবুল, রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া বক্তব্য রাখেন।
পরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির আয়োজনে ১০টি ইভেন্টে ৯০ জনকে পুরস্কার প্রদান করা হয়।