॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা নিশ্চিত করা গেলেই সরকারের মাতৃভাষা শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের পুথিগত শিকার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রম এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। তিনি কিল্ল্যামুড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় যাতে এমপিও ভুক্ত হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাঙ্গামাটি কিল্যামুড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ত্রিপুরা ভাষা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, কিল্যামুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দীলিপ ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা-সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত সংকটে পড়বে। তাই ভাষা-সংস্কৃতি টিকিয়ে রাখতে চর্চার বিকল্প নেই। ত্রিপুরা জনগোষ্ঠী জনসংখ্যার দিক দিয়ে কম। এরা দুর্গম এলাকায় বসবাস করে। পড়াশোনার তাগিদে যখন তারা শহরে আসে তখন তারা তাদের মাতৃভাষা হারিয়ে ফেলে। এ বিষয়টি উপলব্ধি করে রাঙ্গামাটি শহরে বসবাস করা ত্রিপুরা জনগোষ্ঠীরা যেন তাদের ভাষা হারিয়ে না ফেলে সেজন্য জেলা পরিষদ এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বর্ণমালা লিখে ও শিক্ষার্থীদের হাতে ত্রিপুরা ভাষা বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।