॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মো: মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কোন রকম সহিংসতা ছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচন এবং কেপিএম সিবিএ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আগামীতেও যেন এই ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।