পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বান্দরবানে বিনামুল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন-বীর বাহাদুর এমপি

73

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বান্দরবানে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলার কুহালং ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামুল্যে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.ফারুক আহম্মেদ ফাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল হাসান বাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মংমংসিং, মহিলা কাউন্সিলর দিপিকা রানী তঞ্চঙ্গ্যা সহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় কুহালং ইউনিয়ন পরিষদের ৮২০পরিবারের মাঝে ১০ কেজি করে ও বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১ পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।