॥ কাউখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে গত মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা পর্যায়ে জন প্রতিনিধিদের অংশগ্রহনে জনসচেতনতামূলক কর্মসূচি উপলক্ষে এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দ্দোহ চৌধুরী। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা, নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর।
জনসচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয় নিরাপদ খাদ্য গ্রহনে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারন খাদ্যর মান ঠিক থাকলে স্বাস্থ্যও ভালো থাকে। সভায় প্রতিটি এলাকায় নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত খাদ্যর মান নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।