খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

7

॥ মো. সোহেল রানা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এনজিও তৃনমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে আশীষ হলরুমে আস্থা প্রকল্পে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভার সভাপতিত্ব করেন খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে মতামত ব্যক্ত করেন খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম কমিটির যুগ্ম আহবায়ক মো. জানে আলম যুগ্ম আহ্বায়ক তৃণা চাকমা, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম কমিটির সদস্য সচিব সাংবাদিক অপু দত্ত, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম কমিটির সদস্য মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক আব্দুল মান্নান, অংসুই মারমা, প্রিয় কুমার চাকমা, সাহ্লাপ্রু মারমা প্রমূখ। সভা মডারেট করেন তৃনমূল এর নির্বাহী পরিচালক বাবু রিপন চাকমা। মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আস্থা প্রকল্প জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।
অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তরা বলেন, যুবকদের মাঝে মেলবন্ধন সৃষ্টি করতে হবে জাতীয় যুবনীতিমালা ২০১৭ বাস্তবায়ন করতে হবে। যুবকদের নৈতিগতার মাধ্যমে পাড়া প্রতিবেশী/গ্রামের দেশের মানুষের মূল্যবোধ সৃষ্টি করতে হবে তাহলে সম্প্রীতি বন্ধন সৃষ্টি হবে। যুবকদের অবক্ষয় দূর হবে। যুবকদের ভালো পরিকল্পা গুলোকে বিকাশ ঘটিয়ে দেশের জন্য কাজে লাগাতে হবে।