রাঙ্গামাটির বেতবুনিয়া ভুু-উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

19

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বেতবুনিয়া ভুু-উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূ-উপগ্রহ কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এসময় তিনি ১৯৭৫ সালে দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটির বিভিন্ন খুটিনাটি নিয়ে পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ভূ উপগ্রহ কেন্দ্রের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ১৯৭৫ সালে জাতির পিতার হাতে স্থাপিত দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটিকে জাদুঘরে রূপান্তর করার বিষয়ে যে প্রকল্পটি পাঠানো হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন।