কাপ্তাই উপজেলা আইন কমিটির বিশেষ সভাঃ ঈদ ও বর্ষবরণের বন্ধে সর্বত্র বিশেষ সতর্কতার সিদ্ধান্ত

12

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় গতকাল বিশেষ আইন শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা উপজেলা মিলনায়তন ‘কিন্নরী’ হল রুমে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম এবং চন্দ্রঘোনা থানার ওসি মোঃ আনসারুল হক। সভায় উপজেলা পরিষদের সকল ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণকরা হয় যে, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষ বরণ উপলক্ষে লম্বা ছুটিতে সমগ্র উপজেলায় বিশেষ আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। অতি গুরুত্বপর্ণ স্থাপনা বিশেষ করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী পেপার মিল শিল্প এলাকা, উপজেলায় অবস্থিত সকল ব্যাংকসহ অন্যান্য স্থাপনায় নিরাপত্বা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতিসহ সন্ত্রাসী হামলা এবং একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করার বিষয়েও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই দীর্ঘ বন্ধের সময় নিরাপত্তা টহল আরো বাড়ানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। অপরিচত কোন ব্যাক্তিকে এলাকায় সন্ধেহ জনক ঘোরাঘুরি করতে দেখলে তাৎক্ষনিক প্রশাসনেক অবহিত করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়।