পরিষদকে আরো জনবান্ধব করে তুলতে কর্মকর্তা ও কর্মচারীদের আরো জনমুখী হতে হবে-রেমলিয়ানা পাংখোয়া

19

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জনগণের আস্থার ঠিকানা এ পরিষদকে আরো জনবান্ধব করে তুলতে কর্মকর্তা ও কর্মচারীদের আরো জনমুখী হওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, জনগণকে সেবা দিতে হলে সরকারের ই নথিসহ সেবা দানকারী কাজ গুলো শিখতে হবে। তাই এই প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাঙ্গামাটি জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন লক্ষে সেবা প্রদান প্রতিশ্রুতি সচিবালয়ের নির্দেশনা ও ডি নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, রাঙ্গামাটি জেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রাঙ্গামাটির পরিষদের বিভিন্ন সেকশনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।