রোয়াংছড়িতে সংঘরাজ উইচারিন্দা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনে সংবাদ সম্মেলন

16

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও ৬ষ্ঠতম সংঘরাজ ভদন্ত উ: উইচারিন্দা মহাথেরকে মৃতদেহ দীর্ঘ ৬মাস সংরক্ষণের পর আগামী ২৯ ও ৩০ মার্চের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের লক্ষে অনুষ্ঠান উদযাপন কমিটি কর্তৃক রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের প্রঙ্গণের সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের বলেন মহামান্য বৌদ্ধ ধর্মে সর্বোচ্চ ধর্মীয় গুরু গত (১৭ আগস্ট ২০২৩) বেলা সাড়ে ৩টায় দিকে প্রয়াণ করে ছিলেন। মহা প্রয়াণের পর সংঘরাজ ভদন্ত উইচারিন্দা মহাথের মৃত দেহ পিটিকাবদ্ধ অবস্থায় দীর্ঘ ৬মাস সংরক্ষণ করে রাখার পর আগামী ২৯ ও ৩০ মার্চের দুই দিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপন করা হবে। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব ভদন্ত তিক্ষিন্দ্রিয় থের। রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের (ভারপ্রাপ্ত) বিহারাধ্যক্ষ ও উদযাপন কমিটির সহ সভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথের,ভঙ্গামূড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমা মহাথের,পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ ও উদযাপন কমিটির প্রধান সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লা মং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।