গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা

20

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, আজ ভয়াল ২৫শে মার্চ, গণহত্যা দিবস। বাঙ্গালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙ্গালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙ্গালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বক্তারা আরো বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে তখন রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।
এসময় ২৫শে মার্চ নির্মমভাবে গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।