॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
নানা কর্মসুচীর মধ্যদিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। ৭ মার্চ উপলক্ষ্যে সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমুঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন সরকারী বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমুঞ্চে আলোচনা সভার পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় পুরস্কার।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিমসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনের পাশাপাশি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচারসহ নানা কর্মসুচী পালন করা হচ্ছে।