বান্দরবানের রুমা উপজেলায় জীপ গাড়ি দূর্ঘটনায় নিহত-১, আহত-৫

68

॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় সামাখাল পাড়া থেকে জীপ গাড়ি যোগে রুমা বাজারে আসার পথে নাজারেট পাড়ার সেতু সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম লিংএ খুমি (১৮)। রুমা সদর ইউনিয়নের প্রংফুমক পাড়ার বাসিন্দা কূহয় খুমীর মেয়ে সে।
সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটায় রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাজেরেট পাড়ার সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন: পলুং খূমী (৩৫), মেকি খুমী (১৮), প্রুসাঅং মারমা (৬০), থোয়াইসামং (৫৫) ও মংসিংওয়াং (২৬)। সড়ক দুর্ঘটনায় আহত পাচঁজনকে স্থানীয়রা উদ্ধার করে রুমা হাসপাতালে ভর্তি করায়।
সুত্রে আরো জানা যায়, রুমা উপজেলা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে রুমা বাজারের উদ্দেশে যাওয়ার পথে যাত্রীবাহী একটি জীপ গাড়ী (চান্দের গাড়ি) উঁচু পাহাড়ী সড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
৯নং ওয়ার্ডের মেম্বার চাইশৈহ্লা মারমা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতরা নাজারেক পাড়া ওসামা খালপাড়া থেকে জীপ গাড়ি করে রুমা বাজারে আসছিলেন। এসময় ৯নং ওয়ার্ডের নাজেরেট পাড়া সংলগ্ন এলাকায় দূর্ঘটনায় পতিত হয় তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৌগাত ফেরদৌস জানান, আহতের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানের প্রেরণ করা হয়েছে।
তবে তবে ঘটনার স্থলে একজন নিহতের লাশ উদ্ধারের জন্য রুমা থানার ওসি মোহাম্মদ শাজাহান নেতৃত্বে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে এর মধ্যে চলে গেছে বলে জানিয়েছেন ডাক্তার সাওগাত ফেরদৌস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরি পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহাগাত হোসেন জানান, আহত তিনজনকে হাসপাটালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ এখনো হাসপাতলে আসেনি বলে শাস্ত্রীয় ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সওগাত ফেরদৌস জানিয়েছেন।
এদিকে স্থানীয়রা জানায়, জীপ চালকের নাম বাথোয়াই মারমা ওরফে নিন্টু। সে রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের চৌকিদার পেশায় নিয়োজিত।