বান্দরবানে শুরু হলো বেসিক ফটোগ্রাফি এবং ভিডিও গ্রাফির উপর দুইদিনব্যাপী প্রশিক্ষণ

95

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
মানসম্মত ছবি ও ভিডিও ধারণ এবং এডিটিং করার আধুনিক কৌশল রপ্ত করার মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে বান্দরবানে শুরু হয়েছে বেসিক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির উপর হলো দুইদিনব্যাপী প্রশিক্ষণ।
শুক্রবার (১ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে বান্দরবান প্রেসক্লাব এবং আলোকচিত্র প্রতিষ্ঠান পোর্ট্রেট যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এসময় জোন কমান্ডার লে.কর্ণেল মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, আলোকচিত্র প্রতিষ্ঠান পোর্ট্রেট এর সম্পাদক রুপম চক্রবর্তী, আলোকচিত্র সাংবাদিক শোয়েব ফারুকী, বিশ্বজিৎ রঞ্জন চক্রবর্তী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুলহক সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক ও নবীন প্রশিক্ষনার্থীরা।
এবারের প্রশিক্ষণে জেলা ও উপজেলা থেকে আগত নবীন প্রশিক্ষনার্থী, ইউটিউবার, ব্লগার, ক্যামরাপার্সন এবং সাংবাদিকসহ সর্বমোট ৫৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছে আর দুইদিনব্যাপী প্রশিক্ষণে বেসিক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির উপর নানা কৌশল প্রশিক্ষণ শেষে ০২ মার্চ বিকেলে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।