সমতলের নারীদের সাথে তাল মিলিয়ে পাহাড়ের নারীরাও এগিয়ে যাচ্ছে-বীর বাহাদুর এমপি

76

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে ৬মাস প্রশিক্ষনের পাশাপাশি ১টি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি প্রশিক্ষনার্থীদের হাতে এই ল্যাপটপ বিতরণ করেন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো.মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছুরত আলম আকাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল জলিলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আগত নারী প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ৩০০নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের নারীদের উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। তিনি আরো বলেন, সমতলের নারীদের সাথে তাল মিলিয়ে এখন পাহাড়ের নারীরাও বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের নারীরা নারী ক্ষমতায়নে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২৫জন নারী প্রশিক্ষণার্থীকে ১টি করে ল্যাপটপ হাতে তুলে দেন অতিথিরা।
আয়োজকেরা জানান, বান্দরবান সদর উপজেলায় কয়েক দফায় ২১০জন নারীকে ৬ মাস প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করা হবে আর প্রথম ব্যাচে অংশ নেয়া ২৫ জন নারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য ১টি করে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।