॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দূর্গম এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সদর উপজেলায় অবস্থিত ‘বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ১০ আরই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তাওহীদ আমিন পিএসসি শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, গবাগোনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বখতিয়ার, কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজয় বিকাশ চাকমা (বাদল মেম্বার), ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা কান্তি তনচংগ্যা, শিক্ষক ম্যাওচিং মারমা, মনি কিশোর চাকমা, বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝর্ণা বড়ুয়া, বাকছড়ির পাড়ার শান্তি লাল কারবারী, জীবতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ভাগ্যধন চাকমা এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।
১০ আরই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তাওহীদ আমিন পিএসসি বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা সমাগ্রী তুলে দেন। এসময় তিনি শিশুদের নিয়মিত স্কুলে আসার পরামর্শ দেন এবং স্কুলের দৈনন্দিন পাঠদান যথাযথভাবে সম্পন্ন করার জন্যও আহবান জানান। দুর্গম এলাকা হলেও কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে তিনি অভিভাবক, স্কুলের শিক্ষক মন্ডলী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান কারবারিসহ সর্বস্তরের জনগণকে সচেতন থাকারও অনুরোধ জানান।
১০ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে স্কুলের জন্য একটি শহীদ মিনার নির্মাণ করে দেবার ব্যাপারে প্রচেষ্টা চলছে বলেও তিনি উপস্থিত শিক্ষক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের জানান। অনেকেই বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহযোগিতা চাইলে নিয়ম মাফিক সবধরণের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি। এ প্রসঙ্গে মেজর তাওহীদ আমিন পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসকারী পাহাড়ী বাঙ্গালী নারী পুরুষ ও শিশু কিশোরদের জন্য সেনাবাহিনী সবসময় সহযোগিতা প্রদান করে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনী কর্তৃক অনুরোপ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।