আগামী প্রজন্মকে সমাজ গঠনের কাজে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষকে কাজ করতে হবে-দীপংকর তালুকদার এমপি

73

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজ গঠনের কাজে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষকে কাজ করার আহবান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি ভেদভেদি শ্রী শ্রী শংকর মিশনে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫ তম শুভ আবির্ভাব বার্ষিকী ও রাঙ্গামাটি শংকর মিশনে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
রাঙ্গামাটি ভেদভেদি শ্রী শ্রী শংকর মিশনের সভাপতি মৃদুল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রীদিব কান্তি দাশ, পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি বিমল কান্তি দে সহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও অন্যান্য অতিথিরা।