খাগড়াছড়ির রামগড়ে স্থানীয়দের মাঝে বিজিবির মানবিক সহায়তা

31

॥ খাগড়াছড়ি সংবাদদাতা ॥
খাগড়াছড়িতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পাহাড়ি বাঙালিদের মাঝে নগদ অর্থ, শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ৪৩ বিজিবির সদর দপ্তর সংলগ্ন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী এলাকার অসহায়-দুস্থ পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
মানবিক সহায়তার মধ্যে ছিল ২০টি শাড়ি, ৮০টি কম্বল, ১১ জন দুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ।
এসময় জোন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালির জীবনযাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।