থানচিতে চাঁদার কারণে বন্ধ থাকার ৭ দিন পর বাস চলাচল শুরু

46

॥ চহ্লামং মারমা, থানচি ॥
বান্দরবানে থারচিতে এক সাপ্তাহে পর থানচি হতে বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৭টা থেকে পুনরায় চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারী বান্দরবান থেকে থানচি রোডে ছেড়ে আসা বাস ৪নং বলিপাড়া ইউনিয়ন এর মেনরোয়া পাড়া নামক স্থানে সশস্ত্র গ্রুপ কর্তৃক বাস থামিয়ে ড্রাইভার এবং হেল্পারকে নামিয়ে ৩টি মোবাইল কেঁড়ে নেয় এবং বাস মালিক পক্ষকে ১ সাপ্তাহের মধ্যে ৫ লক্ষ টাকা চাঁদা প্রদান করার জন্য হুমকিমূলক নির্দেশ প্রদান করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারী সকাল হতে থানচি হতে বান্দরবান এবং বান্দরবান থেকে থানচি সড়কে বাস মালিক সমিতি কর্তৃক বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
পরবর্তীতে বাস মালিক পক্ষ এবং সশস্ত্র গ্রুপের মধ্যে সমঝোতায় মাধ্যমে বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৭টা হতে থানচি হতে বান্দরবান এবং বান্দরবান থেকে থানচি সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটা সম্পর্কে বাস মালিক পক্ষ থেকে শুনেছি। তবে বুধবার সকাল থেকে আগের মত বাস চলাচল করবে।